জীবনকে আজ ভয় করতে শুরু করেছে মৃত্যু তুমি এমন অতর্কিতে এসে ছিনিয়ে নিলে শতাধিক প্রাণ? আহমেদাবাদের আকাশ ঢাকলে নিকষ কালো ধোঁয়ায় যাত্রীদের যেন ছিলো এক হাসিমুখের মৃত্যুরই অভিযান শিশুরা বুঝলোই না যে তাদের এই ক্ষুদ্র জীবন শুরুর আগেই শেষ বাকিদের হলো স্বপ্ন পুড়ে ছাই বেঁচে থাকাই কেমন কঠিন লাগছে আজ মৃত্যু তুমি সত্যি জানি , তবুও এ তোমার ভারী ভয়ানক অগ্নিরূপী সাজ কেড়ে নিলে নিরপরাধ শত শত প্রাণ !!
সুমনার কবিতা
#মৃত্যুর_অগ্নিরূপী_ভয়ানক_সাজ
কলমে ✍️ - সুমনা
______________________________
জীবনকে আজ ভয় করতে শুরু করেছে
মৃত্যু তুমি এমন অতর্কিতে এসে ছিনিয়ে নিলে শতাধিক প্রাণ?
আহমেদাবাদের আকাশ ঢাকলে নিকষ কালো ধোঁয়ায়
যাত্রীদের যেন ছিলো এক হাসিমুখের মৃত্যুরই অভিযান
শিশুরা বুঝলোই না যে তাদের এই
ক্ষুদ্র জীবন শুরুর আগেই শেষ
বাকিদের হলো স্বপ্ন পুড়ে ছাই
বেঁচে থাকাই কেমন কঠিন লাগছে আজ
মৃত্যু তুমি সত্যি জানি ,
তবুও এ তোমার ভারী ভয়ানক অগ্নিরূপী সাজ
কেড়ে নিলে নিরপরাধ শত শত প্রাণ !!
#AhmedabadPlaneCrash #AirIndiaflight
3 months ago | [YT] | 4