Md Kamal Hossen media 02



Md Kamal Hossen media 02

যদি চৌদ্দ'শ বছর আগের সেই মদিনায়
আমার জন্ম হতো!

নবিজি সাল্লাললাহু আলাইহি ওয়াসাল্লামের সোনালী
সময়ে...

যখন দুঃখ-কষ্টের কোনো দীর্ঘ ছায়া মনকে ছুঁতে পারত না। মন খারাপের দিনগুলোতে নিজেকে আজকের মতো এমন একা একা লাগত না। বুকভরা আশা নিয়ে আমি ছুটে চলে যেতাম তাঁর শান্তিময় দরবারে।

আমি বলতাম, "ইয়া রাসুলাল্লাহ! মনটা ভীষণ খারাপ!
বুকটা চিনচিন করছে..."

তিনি মুচকি হাসতেন।
তাঁর শুভ্র চেহারা ভরে যেত অপার্থিব ভালোবাসার
অনুকম্পায়। তিনি আমাকে ঠিক তাঁর পাশে বসিয়ে নিতেন।

হয়তো আমার মাথায় হাত রাখতেন, ঠিক যেন প্ৰিয়তম
বন্ধুটির মতো করে। স্নেহের পরশে আমার মাথার চুলে
আঙুল চালিয়ে তিনি জিগ্যেস করতেন,

"কেন তোমার মন খারাপ, প্রিয় উম্মত? কী কষ্ট তোমায়
ছুঁয়েছে?"

তাঁর কণ্ঠস্বর হতো মধুরতম সান্ত্বনা। সেই স্পর্শে আর সেই
প্রশ্নেই আমার সব বিষণ্নতা, সব মন খারাপ নিমেষে দূর হয়ে যেত। মনে হতো, পৃথিবীর সবচেয়ে নিরাপদ আশ্রয়ে আমি আছি—তাঁর কোমল ছায়াতলে।

আহ! সেই সৌভাগ্যবতী প্রজন্ম!
যদি একটা দিনের জন্যেও সেই যুগে ফেরা যেত, শুধু
একবার তাঁর চেহারা মোবারক দেখে, হৃদয়ের সব ভার
নামিয়ে রেখে আসা যেত।

← আমরা না হয় তাঁকে দেখিনি, কিন্তু তাঁর সুন্নাহ তো
আমাদের মাঝে আছে। কঠিন সময়ে আসুন, তাঁর দেখানো
পথে শান্তি খুঁজি।

3 hours ago | [YT] | 0

Md Kamal Hossen media 02

❤️

2 weeks ago | [YT] | 1

Md Kamal Hossen media 02

আমি মানুষটা নিতান্তাই নিরীহ, শুধু হেরেই যাই সবকিছুতে.!🥺💔

1 month ago | [YT] | 3

Md Kamal Hossen media 02

জীবনটা ভালো লাগার মানুষের সাথে নয় বরং ভালো রাখার মানুষের সাথে কাটাতে হয়!❤️🥰

1 month ago | [YT] | 3

Md Kamal Hossen media 02

__একদিন ভোর হবে, খুব ডাকাডাকিও হবে, কিন্তু আমার ঘুম আর ভাঙবে না..!😅💔

2 months ago | [YT] | 4